আতঙ্কে আফগান নারীরা

তালেবান ক্ষমতা দখল করে নেওয়ার পর দেশ ছেড়ে পালাচ্ছে জনগণ
ফাইল ছবি: রয়টার্স

তালেবান শরিয়া মোতাবেক নারী স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিলেও আফগান নারীদের আতঙ্ক কাটেনি। তাঁরা বলছেন, তালেবানের অতীত শাসনে যেভাবে নারীদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তারই পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়ে শঙ্কায় তাঁরা।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে বলা হয়, তালেবানের অগ্রযাত্রার মধ্যে অন্য একটি প্রদেশ থেকে কাবুলে আসা জেব হানিফা (ছদ্মনাম) দেশ ছাড়ার উপায় বের করতে আকুতি জানাচ্ছেন।

জনসংযোগকর্মী এই নারী বিবিসিকে বলেছেন, কর্মজীবী নারীরাই ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এক চিকিৎসক, এক শিক্ষকসহ তাঁর কয়েকজন বন্ধুও দেশ ছাড়ার চেষ্টা করছেন।

জেব হানিফা বলেন, বিভিন্ন দেশের কাছে আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু এখনো কোনো সুখবর আসেনি।

এই আফগান নারী বলেন, ‘আমাদের শুধু মনে হচ্ছে, আমরা আর কাজ করতে পারব না। তালেবান যোদ্ধাদের বিয়ে করতে বাধ্য করা হবে। জীবন আটকে যাবে শুধু সন্তান জন্ম দেওয়ার মধ্যে।’

তিনি জানান, দ্রুতই তাঁর অর্থ ও সুযোগ শেষ হয়ে আসছে। কিন্তু তিনি আর বাড়িতে ফিরতে চান না। তাঁর মতে, আগামী মাসগুলোতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো কাবুলের দিকেই নজর দেবে। তাই যত কষ্টই হোক রাজধানীতে থাকাই তাঁর জন্য ভালো হবে।

আফগানিস্তানে নারী ও মেয়েশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতারা।