আফগানিস্তানে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা, নিহত ১

তালেবানদের বিরুদ্ধে লড়ছেন এক আফগান সেনা। হেরাত, আফগানিস্তান, ৩০ জুলাই।
ছবি: এএফপি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জাতিসংঘের প্রধান কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে জাতিসংঘের কোনো কর্মকর্তা হতাহত হননি। গতকাল শুক্রবার চালানো ওই হামলায় ‘সরকারবিরোধীদের’ হাত রয়েছে বলে অভিযোগ এনেছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)।  

আফগানিস্তানে জাতিসংঘ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার হেরাত শহরের অনেকখানি ভেতরে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। এ সময় ইউএনএএমএর আঞ্চলিক প্রধান কার্যালয়ের কাছে তাদের সঙ্গে আফগান সেনাদের তুমুল সংঘাত হয়। একপর্যায়ে জাতিসংঘের ওই স্থাপনায় গুলি ও রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর থেকে আফগানিস্তানে হামলা বাড়িয়েছে তালেবান। দেশটির বড় একটি অংশ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

তবে শুক্রবারের এই হামলা কারা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তালেবান বলেছে, দুই পক্ষের গোলাগুলির মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ওই কার্যালয়ের খুব কাছেই লড়াই চলছিল। এ সময় ‘ক্রসফায়ারে’ নিরাপত্তারক্ষীরা আঘাত পেয়ে থাকতে পারেন। জাতিসংঘের কার্যালয়টি কোনো হুমকির মুখে নেই।

কার্যালয়ে হামলার পর একটি বিবৃতি দিয়েছে জাতিসংঘ। সেখানে বলা হয়, তারা দ্রুত হামলার একটি পূর্ণ চিত্র পাওয়ার চেষ্টা করছে। এ ছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি ডেবরাহ লায়ন্স বলেন, ‘জাতিসংঘের ওপর এই হামলা দুঃখজনক এবং অত্যন্ত কড়া ভাষায় আমরা এর নিন্দা জানাচ্ছি।’ হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও।

আফগানিস্তানে মার্কিন ও মিত্রদের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর দেশটিতে চলমান সহিংসতায় অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই সহিংসতা থামানো না গেলে আফগানিস্তানে গত এক দশকের মধ্যে সর্বোচ্চসংখ্যক বেসামরিক নাগরিকের প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছে ইউএনএএমএ। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের প্রথমার্ধে আফগানিস্তানে ১ হাজার ৬৫৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৫৪ জন। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।