আবের মরদেহ আনা হলো টোকিওর বাড়িতে
আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ তাঁর টোকিওর বাসভবনে পৌঁছানো হয়েছে।
স্থানীয় সময় আজ শনিবার এক মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আবের মরদেহ আনা হয় বলে বিবিসি জানিয়েছে।
এর আগে গতকাল শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আবেকে দুটি গুলি করেন। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ৬৭ বছর বয়সী শিনজো আবে। ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া হলে সেখানেই আবের মৃত্যু হয়।
শিনজো আবেকে গুলি করার ঘটনায় জাপানের পুলিশ তাৎসুইয়া ইয়ামাগামি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। হামলাকারী জাপানের সাবেক নৌসেনা (জাপানিজ মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স)। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি আবেকে গুলি করেন।