default-image

এর আগে গতকাল শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আবেকে দুটি গুলি করেন। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ৬৭ বছর বয়সী শিনজো আবে। ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া হলে সেখানেই আবের মৃত্যু হয়।

শিনজো আবেকে গুলি করার ঘটনায় জাপানের পুলিশ তাৎসুইয়া ইয়ামাগামি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। হামলাকারী জাপানের সাবেক নৌসেনা (জাপানিজ মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স)। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি আবেকে গুলি করেন।

এশিয়া থেকে আরও পড়ুন
মন্তব্য করুন