আশরাফ গনিকে ‘সাবেক’ বললেন আবদুল্লাহ

আশরাফ গনি
ফাইল ছবি: রয়টার্স

আশরাফ গনিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য তিনি গনিকে দায়ী করেন।

তালেবান যোদ্ধার কাবুলে ঢোকার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় আবদুল্লাহ এ কথা বলেন।

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ।

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়াশনের চেয়ারম্যান আবদুল্লাহ (বাঁ থেকে দ্বিতীয়) কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও আফগানিস্তানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তালেবান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন
ফাইল ছবি: রয়টার্স

আব্দুল্লাহ বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশের জনগণকে এই অবস্থায় রেখে দেশ ছেড়েছেন।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ’র কাছে তাঁকে জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।’

সরকারের সঙ্গে গত কয়েক মাসের শান্তি আলোচনায় গানির পদত্যাগ ছিল তালেবানের অন্যতম দাবি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গনি দেশে ছেড়েছেন। তবে কোথায় যাচ্ছেন, তা জানাননি। আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে তাজিকিস্তান যাচ্ছেন। ইতিমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি।