ইরানে ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপের নিচে ৮০ জন
ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি ভবন ধসে চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন ৮০ জন। আজ সোমবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, খুজেস্তান প্রদেশের রাজধানী আবাদানে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের আংশিক ধসে পড়েছে। ধসে পড়ার কারণ তদন্ত করা হচ্ছে।
জাতীয় উদ্ধারকারী সার্ভিসের মুখপাত্র মুজতবা খালেদি বলেন, এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ২১ জন আহত হয়েছেন।
রেড ক্রিসেন্টের আঞ্চলিক শাখার তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে এখন পর্যন্ত ৮০ জন চাপা পড়ে আছেন। তাঁদের অবস্থান শনাক্ত করতে উদ্ধারকারী দলের কুকুর মোতায়েন করা হয়েছে।
ধসে পড়া ভবনটি আবাদানের ব্যস্ত সড়কের পাশে অবস্থিত। সেখানে প্রচুর বাণিজ্যিক ভবন, হাসপাতাল ও বিভিন্ন দপ্তর রয়েছে।