এবার তালেবানের হাতে কুন্দুজ শহরের পতন

তিন দিনে তিনটি প্রাদেশিক রাজধানী শহরের পতন আফগান নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে
ছবি: রয়টার্স

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের হাতে দেশটির আরেকটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে। সশস্ত্র সংগঠনটি সবশেষ কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দখলে নেওয়ার দাবি করেছে। আজ রোববার আল–জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কুন্দুজ নিয়ে তালেবান যোদ্ধাদের হাতে মাত্র তিন দিনে আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হলো। যে তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে, তার মধ্যে কুন্দুজ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ২০১৫ ও ২০১৬ সালেও এই শহর তালেবানের দখলে গিয়েছিল।

গতকাল শনিবার দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। আগের দিন শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি।

আফগানিস্তানজুড়ে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে তিন দিনে তিনটি প্রাদেশিক রাজধানী শহরের পতন দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে।

কুন্দুজ দখল নিয়ে তালেবান আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তালেবান বলেছে, তারা শহরের পুলিশ সদর দপ্তর, গভর্নরের কম্পাউন্ড ও কারাগার দখলে নিয়েছে।

স্থানীয় সূত্র ও সাংবাদিকেরা আল–জাজিরাকে নিশ্চিত করেছেন যে প্রাদেশিক রাজধানী কুন্দুজে বর্তমানে তালেবান যোদ্ধারা অবস্থান করছেন।

কুন্দুজের কেন্দ্রস্থলে থাকা সাংবাদিকেরা বলেছেন, প্রাদেশিক রাজধানীতে থাকা পুলিশপ্রধানের কার্যালয় ও নির্বাচন কমিশনারের কার্যালয় দখলে নিয়েছে তালেবান। শহরে তালেবানের পতাকা ওড়ানো হয়েছে।

তবে তালেবানের হাতে কুন্দুজ শহরের পতনের কথা আফগান সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এক আফগান কমান্ডো বলেন, ন্যাশনাল সিকিউরিটি ফোর্সে গত ২৪ ঘণ্টা ধরে প্রদেশটিতে সমন্বিত অভিযান চালাচ্ছে। তাদের অভিযানের মুখে তালেবান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তালেবানের স্বপ্ন পূর্ণ হবে না।

কুন্দুজের জনগণকে উদ্দেশ করে ওই আফগান কমান্ডো বলেন, ‘আপনারা নিশ্চিত থাকুন যে আফগান বাহিনী আপনাদের সঙ্গে রয়েছে।’

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ শুরু হলে গত মে মাস থেকে তালেবান তাদের হামলা ও ভূখণ্ড দখলের অভিযান জোরদার করে। তারা আফগানিস্তানের একটা বড় এলাকা দখলে নেওয়ার দাবি করেছে।