চীন সফরে বিলাওয়াল

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। আজ শনিবার চীনের রাজধানী বেইজিং সফর করার কথা রয়েছে বিলাওয়ালের। পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের অর্থনৈতিক সহযোগী দেশটিতে সফর করছেন। সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হবে। খবর এএফপির

গত মাসে ইমরান খানের অপসারণের মধ্য দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড় নেয়। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল–এন) নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকার গঠন করতেই অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট।

পাকিস্তান বর্তমানে বৈদেশিক ঋণ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাচ্ছে। দেখা দিয়েছে মূল্যস্ফীতি। এর ধারাবাহিকতায় ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির চরম অবনমন হয়েছে। দেশটিতে প্রতি ডলার এখন ২০০ রুপিতে দাঁড়িয়েছে।

গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীন সফর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দুই দিনের সফরে বিলাওয়াল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত সহযোগিতার সব বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে।

আরও পড়ুন

পাকিস্তানের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই পশ্চিমানির্ভর ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন তাঁদের সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগী দেশে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে ঋণসহায়তা নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন।

২০১৩ সাল থেকে চীনের বড় ধরনের প্রকল্পে অংশগ্রহণ করছে পাকিস্তান। চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরে (সিপিইসি) পরিবহন, জ্বালানি ও অবকাঠামোগত খাতে শত শত বিলিয়ন ডলার ব্যয় করছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুযায়ী, চীনের কাছ থেকে নেওয়া ১ হাজার ৮৪০ কোটি ডলার ঋণ পরিশোধ বাকি পাকিস্তানের।

আরও পড়ুন