ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তায় রাতভর বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। রাজধানীসহ আশপাশের এলাকা ও বড় বড় বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে।
এরই মধ্যে ১ হাজার ৩০০–এর বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানীর কিছু কিছু অংশ ৪ থেকে ৯ ফুট পানির নিচে।
জাকার্তা শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘর থেকে বয়স্ক ও শিশুদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকারীরা। সেসব এলাকায় বেশ কিছু গাড়ি পানির নিচে চলে গেছে।
জাতীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ‘প্রবল বৃষ্টির কারণে এ বন্যার সৃষ্টি। চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। এর প্রভাবে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। উদ্ধারের তালিকায় আমাদের অগ্রাধিকার হলো শিশু ও বয়স্করা।’
জাকার্তায় তিন কোটি মানুষের বসবাস। বর্ষা মৌসুমে প্রায়ই এখানে বন্যা আঘাত হানে।
গত বছরের জানুয়ারিতে টানা বৃষ্টিতে জাকার্তা ও আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ৬৭ জনের মৃত্যু হয় ওই সময়। কোনো কোনো এলাকায় নদীর তীর উপচে সেই পানি ভবনের তৃতীয় তলা পর্যন্ত উঠেছিল।