মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সকালে ভূমিকম্পে এই প্রাণহানি হয় বলে দেশটির জরুরি পরিস্থিতি মোকাবেলা কমিটি জানিয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী দুশানবে থেকে ১৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দ্য ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজধানী দুশানবেতেও ভূকম্পন অনুভূত হয়। এই ঘটনায় বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলা কমিটি। তারা জানিয়েছে, সেখানকার তাজিকাবাদ জেলার তিনটি গ্রামের বিদ্যুৎ লাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামগুলোতে অনেকে আহত হলেও কেউ প্রাণ হারাননি।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তাজিক প্রেসিডেন্ট এমোমালি রহমোন।