default-image

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) এক ক্রুকে ‘হি ফর শি’ সম্মাননা দিয়েছে জাতিসংঘের উইমেন পাকিস্তান। পিআইএর একটি ফ্লাইটে নারীর প্রতি ‘সহমর্মিতা’ দেখানোয় ওই উড়োজাহাজের ক্রু তৌহিদ দাউদপোতাকে এই সম্মাননা দেওয়া হয়।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভির অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।
পিআইএর পক্ষ থেকে ভিডিও–সংবলিত এক টুইটে বলা হয়, পিআইএর ক্রু তৌহিদের একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিতে তৌহিদকে একটি শিশুকে শান্ত করতে দেখা যায়। নারীর প্রতি সহমর্মিতা, লিঙ্গ সংবেদনশীলতা, নারীর প্রতি সম্মান ও যত্নশীল হওয়ার জন্য জাতিসংঘ তাঁকে ‘হি ফর শি’ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

জিও টিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পিআইএর ক্রু তৌহিদ ফ্লাইট চলাকালীন এক শিশুকে শান্ত করার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিটি কে তুলেছে, তা জানা যায়নি। পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস সম্প্রতি নানা কেলেঙ্কারির কারণে খবরের শিরোনাম হচ্ছে। পিআইএর বিরুদ্ধে অব্যবস্থাপনা, ভুয়া লাইসেন্সধারী পাইলট নিয়োগসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এর মধ্যে তৌহিদ দাউদপোতার ঘটনাটি কিছুটা হলেও আশার সঞ্চার করেছে।

এদিকে টুইটারে নিজের এক বন্ধুর শেয়ার করা ওই ছবিটি পাকিস্তানের সংগীতশিল্পী ফখর-ই-আলম নিজের পেজ থেকে শেয়ার করেন। টুইট বার্তায় ফখর-ই-আলম লেখেন, ‘ইসলামাবাদ থেকে করাচিগামী পিআইএর একটি ফ্লাইটে থাকা এক বন্ধু ছবিটি গতকাল শেয়ার করেছেন। একটি শিশু অনবরত কান্না করছিল। শিশুটির কান্নায় অতিষ্ঠ তার মা। কোনোমতেই শিশুটিকে থামাতে পারছিলেন না। মি. তৌহিদ এসে শিশুটিকে কোলে নিয়ে ঘুম পাড়ান। সত্যিকারভাবেই এখন মহান কিছু মানুষের সঙ্গে ফ্লাইটে যাওয়া যাবে।’

টুইটারও এই সদয় আচরণের প্রশংসা করে বিভিন্ন উড়োজাহাজের ক্রুদের এমন ঘটনার ছবি শেয়ার করেছে।

এশিয়া থেকে আরও পড়ুন
মন্তব্য করুন