নিষেধাজ্ঞা উঠল, শ্রেণিকক্ষে ফিরেছে আফগান মেয়েরা
আফগানিস্তানে তালেবান রাষ্ট্রক্ষমতায় আসার সাত মাসের বেশি সময় পর আজ বুধবার শ্রেণিকক্ষে ফিরেছে দেশটির মাধ্যমিক স্কুলের ছাত্রীরা। খবর এএফপির।
গত বছর আগস্টের শেষ দিকে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শিক্ষার অধিকারসহ আরও নানা ক্ষেত্রে নারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছিল তালেবান।
করোনাভাইরাস মহামারিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তালেবান ক্ষমতায় আসার দুই মাস পরই ছেলে ও কমবয়সী মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় আফগানিস্তানের হাজার হাজার ছাত্রীরা শ্রেণিকক্ষে ফিরেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে স্কুলগুলো বুধবার খুলেছে। তবে আগামী মাসের আগে কান্দাহারে স্কুল খুলবে না। কান্দাহারে নারীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে এএফপি বলছে, আফগানিস্তানের কান্দাহার অঞ্চলটিকে তালেবান তাদের পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তালেবান কোনো চাপের কাছে মাথা নত করে স্কুলগুলো খুলে দিচ্ছে না। সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার স্কুল। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমাদ রায়ান এএফপিকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দায়িত্বের অংশ হিসেবে আমরা এটা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি করার জন্য কিংবা বিশ্ব থেকে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা স্কুলগুলো আবার খুলছি না।’