ফিলিপাইনে ঝড়-বন্যা-ভূমিধসে ২৫ জনের মৃত্যু
ক্রান্তীয় ঝড় ‘মেগি’ আঘাত হানার পর বন্যা ও ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। দেশটির কর্তৃপক্ষ গতকাল সোমবার এ হিসাব দিয়ে জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণ উপকূলে এসব মানুষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।
স্থানীয় লোকজনের কাছে আগাতন নামে পরিচিত ঘূর্ণিঝড়টি প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিতে ৮০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার সঙ্গে গত রোববার ফিলিপাইনের স্থলভাগে আছড়ে পড়ে।
সিএনএন বলছে, মেগি চলতি বছর দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে আঘাত হানা প্রথম ঝড়। ফিলিপাইনে প্রতিবছর অন্তত ২০টি ঝড় আঘাত হানে।
বেবে শহরের পুলিশ প্রধান জোয়েমেন কোলাডো সাংবাদিকদের বলেন, পূর্বাঞ্চলীয় লিয়েতে প্রদেশে ভূমিধসে চাপা পড়া ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা বলেছে, দক্ষিণের দাভাও অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে।
জোয়েমেন কোলাডো বলেন, ‘ভূমিধসের পর ভুক্তভোগীদের কেউ কেউ বন্যার স্রোতের তোড়ে ভেসে গেছেন। আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগ থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ভূমিধসের কবলে পড়া এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ঘরের কাছে উদ্ধার অভিযান চলছে।
দেশটির আবহাওয়া ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ক্রান্তীয় ঘূর্ণিঝড় মেগি আরও দুর্বল হয়ে ৪৫ কিলোমিটার গতি নিয়ে সমুদ্রের দিকে সরে যাবে।