বন্দুকধারী বিশ্বাস করতেন, আবের কারণে তাঁর মা ঋণখেলাপি হয়েছিলেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে
ছবি: রয়টার্স

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করার কারণ সম্পর্কে দেশটির পুলিশ বলছে, বন্দুকধারী তাৎসুইয়া ইয়ামাগামি (৪১) বিশ্বাস করতেন, আবের কারণে তাঁর মা ঋণখেলাপি হয়েছিলেন। এই কারণে কয়েক মাস ধরে পরিকল্পনা করে শুক্রবার জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর হামলা চালান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তাৎসুইয়া ইয়ামাগামি বেকার ছিলেন। তিনি আবেকে পেছন থেকে গুলি করেন। গুলি চালানোর পর নির্বিকার ছিলেন তিনি।

তাৎসুইয়া ইয়ামাগামি একা থাকতেন। তাঁর প্রতিবেশীরা রয়টার্সকে জানিয়েছেন, কিছু জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর দিতেন না তাৎসুইয়া ইয়ামাগামি।

আবে হত্যাকাণ্ডের পর এই ঘটনার তদন্ত সূত্রের বরাত দিয়ে একটি খবর প্রকাশ করেছে কিওডো নিউজ। এই খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারী বিশ্বাস করতেন, আবে একটি ধর্মীয় গোষ্ঠীকে সাহায্য–সহযোগিতা করতেন। এই ধর্মীয় গোষ্ঠীকে অর্থ দিতে গিয়ে তাঁর মা ঋণখেলাপি হন।

ওই বন্দুকধারী পুলিশকে বলেছেন, ‘আমরা ওই ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। আমি এ জন্য বিরক্ত ছিলাম।’

কিওডো নিউজ ছাড়াও জাপানের আরও কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। তবে আবে কোন ধর্মীয় গোষ্ঠীকে সাহায্য–সহযোগিতা করতেন, তা প্রকাশ করা হয়নি। এ ছাড়া যেখানে আবেকে গুলি করা হয়েছে, সেই নারা শহরের পুলিশও এ নিয়ে কোনো মন্তব৵ করেনি।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওপর তাঁর যথেষ্ট প্রভাব ছিল।