
বেইজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী তাঁদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে উল্লেখ করেছেন।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, চীনের রাজধানী বেইজিংয়ের কূটনৈতিক আঙিনার বাইরে বাতাসে ধোঁয়া উড়ছে। পুলিশ ওই এলাকা দড়ি দিয়ে ঘিরে রাখছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওই এলাকা মূলত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভিসা সেন্টারের কাছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের একেক রকম বর্ণনার কারণে ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের দূতাবাস মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া চীনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, বেইজিংয়ের যে কূটনৈতিক এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, সেখানে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত ও ইসরায়েলের দূতাবাস অবস্থিত।