মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব চলতি সপ্তাহেই তাঁর মন্ত্রিসভা ঘোষণা করবেন। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইলকে নিয়োগ দেন। পরদিন শনিবার শপথ নেন তিনি। দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইসমাইল।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মুহিউদ্দিন ইয়াসিন। পরে মুহিউদ্দিনের স্থলাভিষিক্ত হন ইসমাইল।
ইসমাইল মালয়েশিয়ার প্রাচীনতম দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) শীর্ষস্থানীয় রাজনীতিবিদ।
মুহিউদ্দিনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে ৬১ বছর বয়সী ইসমাইলের নাম প্রস্তাব করা হয়। ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ জনের সমর্থন নিয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন ইসমাইল। ২০১৮ সালের নির্বাচনের পর গত তিন বছরে এ নিয়ে তৃতীয় প্রধানমন্ত্রী পেল মালয়েশিয়া।