default-image

মিয়ানমারের উত্তরাঞ্চলে চীনের সীমান্ত-সংলগ্ন এলাকায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে কমপক্ষে ৫০ জন সেনা নিহত হয়েছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। এ ঘটনার পর সরকার দেশব্যাপী যুদ্ধবিরতির আহ্বান করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ৯ ফেব্রুয়ারি শান রাজ্যের কোকাং অঞ্চলে চীনা নৃগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গত চার দিনে সংঘর্ষে ওই হতাহতের ঘটনায় কমপক্ষে ৪৭ সেনা নিহত ও ৭৩ জন আহত হয়েছে বলে জানায় মিয়ানমারের গ্লোবাল নিউ লাইট।

গতকাল বৃহস্পতিবার কোকাং বিদ্রোহীরা কংইয়ান এলাকায় একটি সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালায়। পাল্টা ব্যবস্থা হিসেবে পাঁচটি বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন
এশিয়া থেকে আরও পড়ুন
মন্তব্য করুন