সব পর্যায়ে সংযোগ বাড়াতে ইসলামাবাদ-বেইজিংয়ের অঙ্গীকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ছবি: টুইটার

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উভয় দেশের মধ্যে সব পর্যায়ে প্রাতিষ্ঠানিক সংযোগ শক্তিশালী করতে সম্মত হয়েছেন। খবর ডনের।

গতকাল রোববার চীনের বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে দুই নেতার মধ্যে বৈঠক হয়। এ বৈঠকের পর এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, চীন-পাকিস্তান তাদের পারস্পরিক কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার মধ্য দিয়ে দুই দেশের সব পর্যায়ে প্রাতিষ্ঠানিক সংযোগ শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন সফরে গেছেন। চার দিনের এ সফরকালে তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

চীনা প্রেসিডেন্ট ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। বৈঠক করেছেন চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। এ ছাড়া তিনি বেইজিংয়ে একাধিক দেশের নেতার সঙ্গে বৈঠক করেছেন।

ডনের খবরে বলা হয়, বৈঠকে সি চিন পিং ও ইমরান খান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

দুই দেশের নেতা বাণিজ্য, অবকাঠামো, শিল্পোন্নয়ন, কৃষি আধুনিকায়ন, বিজ্ঞান-প্রযুক্তি ও স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন-সম্পর্কিত কয়েকটি চুক্তির পাশাপাশি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার বিষয়টির প্রশংসা করেছেন।

সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর ইমরান খান একটি টুইট করেছেন। টুইট বার্তায় তিনি বলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর একটি দারুণ বৈঠক হয়েছে। তাঁরা দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও বাড়াতে রাজি হয়েছেন। আর চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত করার ব্যাপারে একমত হয়েছেন।

২০১৯ সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সবশেষ বৈঠক করেছিলেন ইমরান খান। সেই বৈঠকের পর গতকালই প্রথম এই দুই নেতার মধ্যে বৈঠক হয়।