default-image

সৌদি আরবের কর্তৃপক্ষ বিনোদনমূলক কর্মকাণ্ড, জনসমাবেশ এবং রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার ওপর বিধিনিষেধের মেয়াদ আরও ২০ দিন বাড়িয়েছে। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সময় আজ রোববার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে সিনেমা হলসহ বিনোদনকেন্দ্রগুলো এবং খেলাধুলার কেন্দ্রগুলো বন্ধের মেয়াদ আরও বাড়ল।

বিজ্ঞাপন

স্থানীয় সময় আজ রোববার রাত ১০টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় এই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে। দুই সপ্তাহ আগে সৌদি কর্তৃপক্ষ দেশটিতে ২০টি দেশ থেকে প্রবেশে স্থগিতাদেশ দেয়। তবে সৌদি আরবের নাগরিক, কূটনীতিক এবং চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার দেশটিতে ৩৩৭ জন নতুন করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের।

এশিয়া থেকে আরও পড়ুন
মন্তব্য করুন