default-image

সৌদি আরবে আজ সোমবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের কর্তৃপক্ষ আজ সোমবার এ ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল আজ সোমবার। তাই ১৩ এপ্রিল থেকে (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হবে।

এবার দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদ আল–হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পবিত্র মসজিদ দুটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
এশিয়া থেকে আরও পড়ুন
মন্তব্য করুন