default-image


সৌদি আরবে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ‘চরম বিশ্বাসঘাতকতা’ ও ‘শত্রুদের সহযোগিতার’ অভিযোগে এ শাস্তি কার্যকর করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশটির দক্ষিণাঞ্চল প্রদেশে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ‘শক্র’ কে, এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। এই প্রদেশের সীমান্তবর্তী দেশ ইয়েমেন। সেখানে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের ছয় বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলে।
গত বছর ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড এবং নারী অধিকার কর্মীদের বন্দী করার পর সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় পরিণত হয়।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্যাতন ও অস্বচ্ছ বিচারপ্রক্রিয়ার অভিযোগ তুলে মৃত্যুদণ্ড বন্ধ করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করেছে।

সরকারি সংস্থা মানবাধিকার কমিশনের তথ্যমতে, দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমে এসেছে। ২০২০ সালে দেশটি ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগের বছর এ সংখ্যা ছিল ১৮৫।

বিজ্ঞাপন
এশিয়া থেকে আরও পড়ুন
মন্তব্য করুন