৩৭ বছর আগের বোতল বার্তা

বোতলে লেখা বার্তা
ছবি : রয়টার্স

জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৭ বছর আগে বার্তা লিখে বোতলে করে তা সমুদ্রে ফেলেছিলেন। তাঁদের সেই বোতল বার্তা ছয় হাজার কিলোমিটার দূরে হাওয়াইতে খুঁজে পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টোকিওর পূর্বে চিবায় কোশি হাইস্কুলের ন্যাচারাল সায়েন্স ক্লাবের সদস্যরা ১৯৮৪ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৭৫০টি বোতল সমুদ্রে ছাড়েন। তাঁদের লক্ষ্য ছিল সমুদ্রের স্রোত নিয়ে অনুসন্ধান চালানো। তাঁরা বোতলের মধ্যে ইংরেজি, জাপানি ও পর্তুগিজ ভাষায় বার্তা লিখে দিয়েছিলেন।

সেখানে লিখে দিয়েছিলেন, কেউ যদি এই বোতল পান, তিনি যেন বার্তা প্রেরকের সঙ্গে যোগাযোগ করেন। এসব বোতল ফিলিপাইন, কানাডা ও আলাস্কার দিকে ভেসে যায়। এর আগে ২০০২ সালে ৫০তম বোতলটির সন্ধান পাওয়া যায় জাপানের দক্ষিণাঞ্চলে। গত জুন মাসে হাওয়াই অঞ্চলে ৯ বছর বয়সী এক শিশু ৫১তম বোতলটি খুঁজে পায়। জাপানের স্কুলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্কুলের ভাইস প্রিন্সিপাল জুন হায়াসি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি আশ্চর্য হয়েছি। ১৯ বছর আগে সবশেষ বোতলটি পাওয়া যায়। তাই ভেবেছিলাম বোতলগুলো হারিয়ে গেছে। আর কোনো বোতল পাওয়া যাবে, তা ভাবিনি। সব কটি ডুবে গেছে ভেবেছিলাম। ৫১তম বোতলটি খুঁজে পাওয়া সত্যিই রোমাঞ্চকর।’ হায়াসি আশা করেন, কেউ হয়তো ৫২তম বোতলটিও খুঁজে পাবেন।

হাওয়াই ট্রিবিউন হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, ৫১তম বোতলটি যে শিশু খুঁজে পেয়েছে, তার নাম অ্যাবি গ্রাহাম। জাপানের স্কুলের দুজন শিক্ষার্থী তাঁকে একটি চিঠি ও ছোট পতাকা পাঠানোর পরিকল্পনা করছে।

১৯৮৪ সালের ন্যাচারাল সায়েন্স ক্লাবের সদস্য মায়ুমি কন্ডো বলেন, নতুন করে বার্তাসহ বোতলের খোঁজ পাওয়ার বিষয়টি তাঁর স্কুলজীবনের স্মৃতিগুলোকে জাগিয়ে তুলেছে।

কন্ডো বলেন, ‘একজন মানুষের জন্য ৩৭ বছর দীর্ঘ সময়। অন্যদিকে এটি মনে করিয়ে দেয় পৃথিবী ও প্রকৃতি কত বিশাল ও রহস্যময়।’