ইরানে অর্ধেকের বেশি মানুষ পূর্ণ ডোজ টিকা পেয়েছেন

ইরানে বর্তমানে করোনার একাধিক টিকা দেওয়া হচ্ছে
ছবি: রয়টার্স

ইরানের জনসংখ্যার অর্ধেকের বেশি করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এ তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব কথা বলা হয়।

ইরানের জনসংখ্যা প্রায় ৮ কোটি ৩০ লাখ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের ৪ কোটি ৪২ লাখ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন।

এ ছাড়া দেশটির ১ কোটি ২২ লাখ মানুষ করোনার এক ডোজ টিকা পেয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৯ মাসের মধ্যে দেশটি অর্ধেকের বেশি মানুষকে পূর্ণ ডোজ টিকার আওতায় আনার দাবি করল।

ইরানে বর্তমানে করোনার একাধিক টিকা দেওয়া হচ্ছে। তার মধ্যে চীনে তৈরি সিনোফার্মের টিকা রয়েছে।

ইরানে এখন করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানকে করোনার মারাত্মক পরিস্থিতি মোকাবিলা করতে হয়।

ইরানের সরকারি তথ্যানুযায়ী, দেশটিতে ৬০ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। আর করোনায় মারা গেছেন ১ লাখ ২৯ হাজার মানুষ।

ইরান সরকার যে হিসাব দিয়েছে, বাস্তবে দেশটিতে করোনায় সংক্রমিত ও মৃতের সংখ্যা তার চেয়ে বেশি হবে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে।

গত আগস্টে দেশটিতে রেকর্ডসংখ্যক মানুষ করোনার সংক্রমিত হন এবং মারা যান। তারপর দেশটিতে করোনার সংক্রমণ কমতে থাকে।

করোনার সংক্রমণ কমতে থাকার পরিপ্রেক্ষিতে দেশটি বিভিন্ন বিধিনিষেধ তুলে নিচ্ছে।