ইসরায়েলি ফাঁদে পা না দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জারিফের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ
ছবি: রয়টার্স

ইসরায়েলি ফাঁদে পা না দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

গতকাল শনিবার জাভেদ জারিফ এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানি নিহত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে এমন সতর্কতার কথা বললেন জাভেদ জারিফ।

গত বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি।

ইরাকে মার্কিন দূতাবাসসহ অন্যান্য স্থাপনায় প্রায় নিয়মিত রকেট হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের দায়ী করছে ওয়াশিংটন। এই হামলা বন্ধ না হলে ইরানকে 'সমুচিত জবাব' দেওয়ার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েলি এজেন্ট-উসকানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে। আর সেই ভুয়া অজুহাতে ট্রাম্পকে দিয়ে ইরানে হামলার চেষ্টা করছে।

ট্রাম্পকে উদ্দেশ করে জারিফ বলেন, ফাঁদের ব্যাপারে সাবধান। যেকোনো রকমের হামলার পরিণতি বাজেভাবে উল্টো বিপদ ডেকে আনবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাভেদ জারিফের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।

এর আগে ইরানের বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি বলেছিলেন, কাশেম সোলাইমানির খুনিরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকতে পারবে না। কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।