ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আবার আটকাল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বিমান থেকে ফেলা বোমায় জ্বলছে গাজার একটি ভবন। গাজা শহর, ১৭ মে
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব তৃতীয়বারের মতো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

গাজায় ইসরায়েলের জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় শিশুসহ বেসামরিক লোকজনের প্রাণহানির মধ্যে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘ। সেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বানসংবলিত একটি যৌথ প্রস্তাব তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি আটকে দেওয়ায় এবারের বৈঠকও নিষ্ফল হয় বলে আল-জাজিরা জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এর আগেও দুই দফায় নিরাপত্তা পরিষদে ইসরায়েলি হামলার নিন্দা এবং অস্ত্রবিরতির আহ্বানসংবলিত প্রস্তাব আটকে দেয় বলে খবর রয়েছে। এরপর রোববারের ওই বৈঠক বসে।

১০ মে রাত থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গত শুক্রবার রাতে ট্যাংক ও কামান থেকে গোলা নিক্ষেপ করে তারা। ইসরায়েলি বোমায় ধ্বংস হচ্ছে গাজার নানা বহুতল ভবন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে লাশ। এরই মধ্যে সেখানে প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ৫৮ শিশু রয়েছে।

গাজায় এই হামলার পক্ষে যুক্তি হিসেবে হামাসের রকেট নিক্ষেপের কথা বলছে ইসরায়েল। অপর দিকে হামাস বলছে, অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর আল-আকসা মসজিদ চত্বরে অভিযান চালিয়ে সেখানে অবস্থানের প্রতিশোধ নিতে তারা রকেট ছুড়ছে।

আরও পড়ুন

নিরাপত্তা পরিষদ থেকে অস্ত্রবিরতির আহ্বানের জন্য নরওয়ে, চীন ও তিউনিসয়ার নেতৃত্বে চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় এখনো তা ফলপ্রসূ হয়নি।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো—যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। এই দেশগুলোর প্রতিটির যেকোনো বিষয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা আটকে দেওয়ার সুযোগ রয়েছে।

ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থানে তারা হতাশ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনে যে ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছিল, তার প্রতিফলন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘটছে না।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে হামলা বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। উল্টো শুরু থেকেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলে আসছেন তিনি।

গাজায় ইসরায়েলি বোমায় স্বজন হারানো নারীর কান্না। গাজা উপত্যকা, ১৭ মে
ছবি: এএফপি

সমালোচকদের পাশাপাশি বাইডেনের ডেমোক্র্যাট পার্টির অনেকেও তাঁর প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে দায়মুক্তি দেওয়ার অভিযোগ করছেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, লড়াই থামাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চ্যানেলে ‘অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে’।

আরও পড়ুন
আরও পড়ুন