ঈদের আগে আল–আকসা প্রাঙ্গণে ইসরায়েলি অভিযান

আল–আকসা প্রাঙ্গণে মসজিদ প্রাঙ্গণে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের পূর্ব জেরুজালেমে, ১৮ জুলাই।
ছবি: রয়টার্স

ঈদুল আজহার আগে আবার পূর্ব জেরুজালেমের আল–আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের অভিযোগ, স্থানীয় সময় গতকাল রোববার সকালে মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে ইসরায়েলি পুলিশ। এ সময় তারা মুসল্লিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে সোমবার জানানো হয়েছে, এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে বিবৃতি দিয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, আল–আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ও উত্তেজনার পেছনে ইসরায়েলি দখলদার সরকার দায়ী। ইহুদি দর্শনার্থীরা এখানে উত্তেজনা ছড়ান। তাঁরা এখানকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি।

আরও পড়ুন

তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মসজিদের উঁচু জায়গা থেকে ফিলিস্তিনি তরুণেরা ইসরায়েলি পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়েছিলেন। এ কারণে তাঁদের হটাতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ।

আরও পড়ুন

আল–আকসা মুসলিম ও ইহুদি—দুই সম্প্রদায়ের মানুষের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর ধর্মীয় উৎসব তিশা বি’এভ উপলক্ষে আল–আকসা প্রাঙ্গণে ভিড় করেন ইহুদিরা। ইহুদি দর্শনার্থীদের আল–আকসা প্রাঙ্গণ পরিদর্শন তদারকি করে ইসরায়েলি পুলিশ। রোববার এ উৎসবের দিনে সেখানে হাজারের বেশি ইহুদি গিয়েছিলেন বলে জানিয়েছ ইসরায়েলি সংবাদমাধ্যম। এএফপি বলছে, এদিন সেখানে গিয়েছিলেন ১ হাজার ৬৭৯ জন ইহুদি।

আরও পড়ুন

ঈদের আগে আল–আকসা প্রাঙ্গণে পুলিশি অভিযানের উদ্বেগ জানিয়েছে টুইট করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। টুইট বার্তায় বলা হয়েছে, এ ঘটনায় উসকানির কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল–ফায়েজ রোববার এক বিবৃতিতে বলেন, আল–আকসা প্রাঙ্গণে ইসরায়েলি অভিযান অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এটা ঐতিহাসিক ও আইনি স্থিতিশীলতার লঙ্ঘন। অধিকৃত পূর্ব জেরুজালেমের স্থিতিশীলতায় আন্তর্জাতিক আইন ও ইসরায়েলি বাধ্যবাধকতার ব্যত্যয়।