কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ
ছবি: এএফপি

কুয়েতের নতুন আমির হিসেবে মনোনীত হয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। আজ বুধবার তাঁকে তেলসমৃদ্ধ দেশটির নতুন আমির হিসেবে মনোনীত করা হয়েছে। খবর খালিজ টাইমস ও গালফ নিউজের।

শেখ নওয়াফ সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর স্থলাভিষিক্ত হলেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যু হয়।

প্রয়াত আমির শেখ সাবাহ অসুস্থ হয়ে পড়লে আমিরের কাজের অনেক দায়িত্ব তাঁকেই পালন করতে হতো। তিনি ২০০৬ সালে ক্রাউন প্রিন্স হন। ওই বছরই শেখ সাবাহ আমির হন।

এদিকে শেখ সাবাহর মৃত্যুতে ৪০ দিনব্যাপী শোক ঘোষণা করেছে কুয়েত সরকার। আমিরের মৃত্যুতে আগামী তিন দিন দেশটির সব সরকারি অফিস বন্ধ থাকবে।

আজ নতুন আমির মনোনয়নের ঘোষণাটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। উপসাগরীয় দেশটির সংবিধান অনুযায়ী, আমিরের মৃত্যুতে ক্রাউন প্রিন্সই আমির হন।