জার্মানিতে সিরিয়ার যুদ্ধাপরাধের বিচার শুরু

সিরিয়ার অনেক স্থানেই নির্বিচারে এমন হামলা চলে। প্রাণ হারায় সাধারণ মানুষ। (এএফপির ফাইল ছবি)
সিরিয়ার অনেক স্থানেই নির্বিচারে এমন হামলা চলে। প্রাণ হারায় সাধারণ মানুষ। (এএফপির ফাইল ছবি)

যুদ্ধাপরাধের অভিযোগে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষের দুই নির্যাতনকারীর বিচার শুরু হয়েছে জার্মানিতে। এই দুজনের মধ্য একজনকে বহু নিরীহ মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। সিরিয়ার যুদ্ধে অপরাধের দায়ে বিশ্বে এটাই প্রথম বিচার।

আজ বৃহস্পতিবার রাইন নদীর তীরে কোবলেঞ্ছ শহরে অবস্থিত আঞ্চলিক আদালতে সিরিয়ার শাসক বাশার আল-আসাদের সন্দেহভাজন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়। সিরিয়ার রাষ্ট্রীয় শাসকদের হয়ে নির্যাতনে জড়িত থাকার অভিযোগে সিরিয়ার এই দুই নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। এই দুই যুদ্ধাপরাধী জার্মানিতে এসে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হয়েছিলেন।

জার্মান সরকারের রাষ্ট্রীয় কৌঁসুলিদের করা যুদ্ধাপরাধের অভিযোগের জন্য এই দুজনকে এখন আদালতে জবাবদিহি করতে হবে। সরকারি কৌঁসুলিরা বলেছেন, সিরিয়ার যুদ্ধাপরাধের দায়ে বিশ্বে এটাই প্রথম বিচারপ্রক্রিয়া।

এই দুই যুদ্ধাপরাধীর মধ্যে প্রধান অপরাধী আনোয়ারের বিরুদ্ধে ৫৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় কৌঁসুলিরা তদন্তে নিশ্চিত হয়েছেন, এই ব্যক্তি অন্যদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের কুখ্যাত আল খতিব কারাগারে ২০১১ সালের এপ্রিল থেকে ২০১২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কমপক্ষে চার হাজার বন্দীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন। কারাগারে বন্দীদের মারধর, লাথি ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতনের ফলে ওই সময় ৫৮ জন বন্দী মারা যান। অপর অপরাধী আয়াদকে মূল অপরাধীর সহায়ক হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

এই যুদ্ধাপরাধীবিষয়ক মামলার আইনজীবী প্যাট্রিক ক্রোকার জানিয়েছেন, আল খতিব কারাগারে অপরাধীদের দ্বারা নির্যাতনের শিকার বেশ কিছু সাবেক বন্দী এখনো তাঁদের শরীরে নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। এই নির্যাতিতরা সাক্ষী হিসেবে যুদ্ধাপরাধ বিচার আদলতে সাক্ষ্য দেবেন। আইনজীবী প্যাট্রিক ক্রোকার আরও জানান, এই বিচারপ্রক্রিয়ায় সিরিয়াতে বন্দীদের ওপর গোপনে মানবতাবিরোধী অকথ্য নির্যাতনের বিষয়ে আরও বিস্তৃত ও সত্য ঘটনা প্রকাশ পাবে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলিয়া ডুচ্রোর মতে, জার্মানিতে এই যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া সিরিয়ার সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি ঐতিহাসিক মাইলফলক।

জার্মান আইনজীবী ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে জার্মানিজুড়ে শতাধিক মানবতাবিরোধী অপরাধের ঘটনার তদন্ত চলছে। এই মানবতাবিরোধী ঘটনাগুলো ঘটেছে সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, মালি, নাইজেরিয়া, গাম্বিয়া, আইভরি কোস্ট ও কঙ্গোর মতো দেশগুলোতে। পরবর্তী সময়ে ওই দেশগুলো থেকে অনেক মানবতা লঙ্ঘনকারী জার্মানিতে এসে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হয়েছেন। তবে জার্মানিতে এসব মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনজীবী ফোরামের পরিচালক সোভেন রেবেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আইনের ক্ষেত্রে জার্মান বিচার বিভাগের পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে অনুকরণীয় বলে জানিয়েছেন।