ট্রাম্পের বিরুদ্ধে এবার ইরাকি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইরাকের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরাকি পার্লামেন্টের এক নেতা নিহত হওয়ার ঘটনায় বাগদাদের তদন্ত আদালতের এক বিচারক যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলায়মানিসহ কয়েকজন নিহত হন। এই হামলায় ইরাকি পার্লামেন্টের এক নেতাও নিহত হন।

ইরাকি পার্লামেন্টের ওই নেতার নাম আবু মাহদি আল-মুহান্দিস। তিনি ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের উপপ্রধান ছিলেন।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অব ইরাক গতকাল একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর বিচারক যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, এই অপরাধ সংঘটনে ইরাকি হোক বা বিদেশি হোক, অন্য যে বা যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সোলাইমানি হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ইরানেরও গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

ট্রাম্পকে গ্রেপ্তারে দিন কয়েক আগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চায় ইরান। ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলকে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ জানিয়েছে তেহরান।

তেহরান বলছে, ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হলে তাঁকে সোলাইমানি হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হয়েছেন। তিনি আর সপ্তাহ দুয়েক ক্ষমতায় আছেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন।