দুবাইয়ে বিনা মূল্যে করোনার টিকা

গতকাল বুধবার দুবাইয়ে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়
ছবি: দুবাই মিডিয়া অফিসের টুইটার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আরব নিউজ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার দুবাইয়ে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়। দুবাইয়ের সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাজটার ম্যানেজমেন্ট এ টিকার কার্যক্রম শুরু করে।

সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দুবাইয়ে প্রথম টিকা পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন জ্যেষ্ঠ নাগরিক, একজন নার্স, একজন প্যারামেডিক, একজন পুলিশ সদস্য ও একজন গাড়িচালক রয়েছেন।

দুবাই মিডিয়া অফিস এ নিয়ে টুইট করেছে। টুইটে বলা হয়, দুবাই ফাইজার-বায়োএনটেকের করোনার টিকাদান কার্যক্রম শুরু করেছে। এ টিকা বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

দুবাই মিডিয়া অফিসের টুইটে টিকা দেওয়ার ছবিও যুক্ত করা হয়েছে। ছবিতে দেখা যায়, নারী ও পুরুষেরা টিকা নিচ্ছেন।

দুবাই মিডিয়া অফিস বলেছে, প্রথম ব্যাচে চারটি প্রধান গোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হবে। তারা হলো ৬০ বছর ও তার বেশি বয়সী নাগরিক-বাসিন্দা, দুরারোগ্য রোগের আক্রান্ত লোকজন, বিশেষ প্রয়োজন থাকা ব্যক্তি-সম্মুখযোদ্ধা ও গুরুত্বপূর্ণ খাতের কর্মী।

এক নারী টিকা নিচ্ছেন
ছবি: দুবাই মিডিয়া অফিসের টুইটার

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় গত মঙ্গলবার এই টিকার জরুরি নিবন্ধন অনুমোদন করে।

রাষ্ট্রীয় ডব্লিউএএম সংবাদ সংস্থা জানায়, একই দিন (মঙ্গলবার) ব্রাসেলস থেকে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান এসে পৌঁছায়। তার পরদিন দুবাইয়ে টিকা দেওয়া শুরু হলো।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ছয়টি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছে ৬৪২ জন।