‘প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার পেছনে ইরানের হাত’

নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা বলছেন কাদিমি
ছবি: রয়টার্স

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাসভবনে ড্রোন হামলার ঘটনায় তাঁর কার্যালয়ের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। একে ‘কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করেছে তারা। কাদিমি বলেছেন, অচিরেই দোষী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা হবে। ইরাকের কর্মকর্তারা দাবি করছেন, এই হামলার পেছনে ইরানের মদদপুষ্ট গোষ্ঠীর হাত রয়েছে। তারা ইরাকে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পাল্টে দিতেই এই হামলা চালিয়েছে।

গত রোববার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে উল্লেখ করে দেশটির সেনাবাহিনী। প্রধানমন্ত্রী কাদিমি অক্ষত আছেন বলেও নিশ্চিত করে তারা। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী কাদিমির ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর অন্তত ছয় সদস্য হামলায় আহত হয়েছেন।

গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে যখন বাগদাদজুড়ে তুমুল বিক্ষোভ চলছে, তখনই প্রধানমন্ত্রীর বাসভবনে এ হামলা হলো।
নির্বাচনে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী বেশির ভাগ আসনে পরাজিত হয়েছে। এর পর থেকে ভোট গ্রহণ ও গণনায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন তাদের সমর্থকেরা।