৫ বছরের শিশুদেরও টিকা দেওয়া শুরু ইসরায়েলে

ইসরায়েলে সম্প্রতি যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের প্রায় অর্ধেকই শিশু
ছবি: রয়টার্স

ইসরায়েলে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। করোনার আরেকটি ঢেউ, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের লাগাম টানতেই ইসরায়েল শিশুদের টিকা দিচ্ছে।

বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়েছে, ইসরায়েলসহ অল্প কিছু দেশে শিশুদের করোনার টিকা দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালজুড়ে ইসরায়েলে করোনার সংক্রমণ বেড়েছে। মূলত, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটার কারণে নতুন করে এ প্রকোপ শুরু হয়।

করোনার এমন সংক্রমণ ঠেকাতে যেসব দেশে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, সেগুলোর অন্যতম ইসরায়েল।

ইসরায়েলে করোনার সংক্রমণ বাড়তে শুরু করার পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেথ ফেসবুক পোস্টে লিখেছিলেন, দেশে ‘শিশুদের করোনায় সংক্রমিত হওয়ার ঢেউ’ শুরু হয়েছে। সম্প্রতি যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের প্রায় অর্ধেকই শিশু। এসব শিশুর বয়স ১১ বছরের নিচে।

এর আগে ইসরায়েলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু–কিশোরদের করোনার টিকা দেওয়া শুরু হয়। মার্কিন কোম্পানি ফাইজারের টিকার ট্রায়াল ও ইসরায়েলের বিজ্ঞানীদের একটি প্যানেলের সুপারিশের পরিপ্রেক্ষিতে বয়সের সীমা কমিয়ে কমবয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার থেকে ইসরায়েলে শিশুদের আনুষ্ঠানিকভাবে টিকা দেওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই তা শুরু হয়। তেল আবিবে বার্তা সংস্থা এএফপির একটি দল বিভিন্ন ক্লিনিকে গতকাল রাতে এমন চিত্র দেখতে পায়। আজ সকালে নাফতালি বেনেথের ছোট ছেলের টিকা নেওয়ার কথা জানিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত বছর করোনার গণটিকাদান কর্মসূচি চালু করা প্রথম দেশগুলোর একটি ইসরায়েল। দেশটির ৯০ লাখ মানুষের ৫৭ লাখের বেশি পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।