default-image

২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে সই করতে যাচ্ছে ইরান ও চীন। তেহরানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে স্থানীয় সময় আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

খতিবজাদেহ সরকারি টিভিকে জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল রাতে তেহরানে পৌঁছেছেন। তাঁর এ সফরে রাজনৈতিক, কৌশলগত ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হবে। মুখপাত্র খতিবজাদেহ আরও বলেছেন, ইরান-চীনের সম্পর্ক গভীর করতে এই চুক্তি খুব কার্যকর হবে। ২০১৬ সালের জানুয়ারিতে তেহরান সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রথম এই চুক্তির প্রস্তাব দেন।


চিনপিং ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পরিবহন, বন্দর, জ্বালানি, শিল্প খাতে পারস্পরিক বিনিয়োগের রোডম্যাপ তৈরি করেছেন। স্থানীয় সময় আজ দুপুরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ চুক্তিসই অনুষ্ঠানের আয়োজন করেছেন।

বিজ্ঞাপন
চীন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন