default-image

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা চীনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎস জানতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল।
এর আগে তাঁরা দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, ডব্লিউএইচওর এই দলে ১৩ জন বিশেষজ্ঞ রয়েছেন।

এএফপির খবরে জানা যায়, তদন্ত দলটি হাসপাতালগুলো ঘুরে দেখবে। তাঁরা চীনের বিজ্ঞানী ও প্রথম দিকে সংক্রমিত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তাঁরা উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি, হুনান বাজার, উহান সিডিসি ল্যাবরেটরিতে যাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল টুইটে জানায়, এই তিনটি জায়গা ভাইরাসের সংক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট। ধারণা করা হয়, হুনান বাজার থেকেই প্রথম করোনাভাইরাস ছড়ায়।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চীনের স্বাস্থ্যমন্ত্রী মা জিয়াওয়েইয়ের সঙ্গে তাঁর খোলামেলা আলোচনা হয়েছে। তিনি আন্তর্জাতিক বিজ্ঞানী দলকে সহযোগিতা করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তদন্ত দলটি হাসপাতালগুলো ঘুরে দেখবে। তাঁরা চীনের বিজ্ঞানী ও প্রথম দিকে সংক্রমিত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন বলছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশটিতে ৪ হাজার ৬৩৬ জন মারা গেছেন।

চীন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন