default-image

চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাই ইং ওয়েন জানিয়ে দেন, তিনি চীনের কোনো চাপের মুখে নতিস্বীকার করবেন না। বেইজিংয়ের সঙ্গে আবার আলোচনা শুরুর জন্য আহ্বান জানান তিনি। চীন এর আগে এ আলোচনা প্রত্যাখ্যান করেছে।

তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। সম্প্রতি কয়েক মাসে তাইওয়ানের চীনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে।

রয়টার্সের খবরে জানা যায়, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেন, ‘আমি বলতে চাই, তাইওয়ানের অবস্থান একই থাকবে। কোনো চাপের কাছে তাইওয়ান নতিস্বীকার করবে না।’
সাই ইং ওয়েন বলেন, তাইওয়ান চীনের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফলপ্রসূ আলোচনা চায়। বেশ কয়েকটি দেশের সঙ্গে তাইওয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন, চীনের হাতেই মূল সমাধান রয়েছে। মৌখিক আক্রমণ ও সামরিক হুমকিতে তাইওয়ানের অবস্থান বদলাবে না। অতীতেও তা হয়নি।
চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস সাই ইং ওয়েনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, তাইওয়ানের সরকার ঘটনাগুলো বিকৃত করছে। স্বাধীনতা অর্জনের জন্য বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি দেশটিতে এ অবস্থা সৃষ্টি করেছে।

আমি বলতে চাই, তাইওয়ানের অবস্থান একই থাকবে। কোনো চাপের কাছে তাইওয়ান নতিস্বীকার করবে না
সাই ইং ওয়েন

সাই ইং ওয়েন বলেন, তাইওয়ান স্বাধীন দেশ। নতুন চান্দ্রবর্ষ তাইওয়ান ও চীন এ সপ্তাহে আলাদাভাবে উদ্‌যাপন করবে। নতুন চান্দ্রবর্ষ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘আমরা চীনের জনগণকে চান্দ্রবর্ষের শুভেচ্ছা জানাতে চাই। দুই পক্ষের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাই।’

চীন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন