চীনে প্রথম অমিক্রন শনাক্ত, বাড়ছে ডেলটার সংক্রমণও

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চীনে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এই প্রথম চীনের মূল ভূখণ্ডে করোনার নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হলো। এ ছাড়া ঝেজিয়াং প্রদেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে।

তিয়ানজিন ডেইলির খবরে বলা হয়েছে, তিয়ানজিন শহরে গত বৃহস্পতিবার একজনের শরীরে করোনা শনাক্ত হয়। এই রোগীর শরীরে কোনো উপসর্গ ছিল না। এরপর ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি অমিক্রন ধরনে আক্রান্ত। ওই ব্যক্তিকে একটি হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগামী ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে করোনার প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য উচ্চমাত্রার সতর্কবার্তা জারি করা হচ্ছে। তবে ঠিক এ পরিস্থিতিতে অন্যান্য অঞ্চলেও করোনা ছড়াতে শুরু করেছে।
চীনের ঝেজিয়াং প্রদেশে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, ১৩৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। ধারণা করা হচ্ছে, করোনার ধরন ডেলটার স্ট্রেইনের কারণে সেখানে সংক্রমণ বাড়ছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝেজিয়াং প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাংঝৌ শহরে সংক্রমিত হয়েছেন ১৭ জন। এ ছাড়া শাওজিং শহরে ৭৭ এবং নিংবো শহরে ৪৪ জন আক্রান্ত হয়েছেন। এই তিন শহরে করোনার নমুনার জিন বিন্যাস করে জানা গেছে, ডেলটার স্ট্রেইন সাব-লাইনেজ এওয়াই.৪-এর সংক্রমণ ছড়িয়েছে।

ঝেজিয়াং প্রদেশের করোনার সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ কারণে প্রদেশের বাসিন্দারা সেখান থেকে বের হতে পারবেন না।