default-image

হঠাৎ এভাবে চাহিদা বেড়ে যাওয়ার কারণে বেইজিংয়ের সুপারমার্কেটগুলো খোলা রাখার সময় বাড়ানোর ঘোষণা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণের চেষ্টা করছে।

তাড়াহুড়ো করে দীর্ঘ সারিতে অপেক্ষার পর কিছু শাকসবজি কিনতে পেরেছেন একজন। সাংহাইয়ের ওই উইবো ব্যবহারকারী লিখেছেন, ‘এত সকাল সকাল আমি বাজারে যাব, এটা কখনো কল্পনা করিনি। যখন সেখানে গেলাম দেখি, সব ডিম ও চিংড়ি উধাও। এ ছাড়া সব ধরনের মাংস যে যার মতো কিনে নিয়ে গেছে।’

সাংহাইয়ে আরেক উইবো ব্যবহারকারী লিখেছেন, ‘বেইজিংয়ের মানুষকে এভাবে খাবার কেনার জন্য তাড়াহুড়ো করতে দেখা একইসঙ্গে হাস্যকর ও ক্লান্তিকর।’

চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমস বলছে, মাংস, সবজি, ডিমের মতো নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে বেইজিংয়ে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

চীন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন