সহস্রাব্দ প্রাচীন সমাধির অনন্য ম্যুরাল

প্রাচীন সমাধিতে পাওয়া ম্যুরাল।
ছবি : সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশে ৬১৮ থেকে ৯০৭ সাল পর্যন্ত ট্যাং রাজবংশের বিস্তৃতি ছিল। ওই সময়কার বিরল ম্যুরালসহ একটি প্রাচীন সমাধি পুনঃস্থাপন করা হয়েছে।

দেশটির তাইয়ুয়ান নর্দার্ন কিউ ডাইনেস্টির ম্যুরাল জাদুঘর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, শানজির রাজধানী তাইয়ুয়ানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালে সমাধিটি আবিষ্কৃত হয়েছিল। পরে জাদুঘর কর্তৃপক্ষ এটি সুরক্ষার দায়িত্ব নেয়।

স্মৃতিফলকের লেখা অনুযায়ী, সমাধির মালিক গুও জিং ট্যাং রাজবংশের একজন মধ্যম সারির সামরিক কর্মকর্তা ছিলেন।

সমাধির ছাদ, দেয়াল, কফিন, বিছানা, করিডর, দরজা—সবই চমৎকার ম্যুরাল দিয়ে সজ্জিত ছিল। জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, ম্যুরালগুলোর বিভিন্ন ত্রুটি যেমন ফাটল, ফাঁপা ও দাগ সংশোধন করা হয়েছে। সমাধিটি ভবিষ্যতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

মজার বিষয় হলো, ম্যুরালগুলোতে যে চিত্র রয়েছে, সেগুলো মধ্যমা ও তর্জনী দিয়ে ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো চিহ্ন তৈরি করছে।

তাইয়ুয়ান ইনস্টিটিউট অব কালচারাল রেলিক প্রোটেকশনের গবেষক ফেং গ্যাং বলেছেন, সমাধিটির চমৎকার ম্যুরাল, এর মালিকের মর্যাদা প্রকাশ করে এবং এর ঐতিহাসিক, শৈল্পিক ও বৈজ্ঞানিক মূল্যের প্রমাণ দেয়।