হংকংয়ে বোমা বানানোর অভিযোগে শিশুসহ গ্রেপ্তার ৯

বোমা বানানোর চেষ্টার অভিযোগে স্কুলগামী ছয় কিশোরসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে মেলে বিস্ফোরক বানানোর কাঁচামালসহ নানা জিনিস। হংকং, ৬ জুলাই।
ছবি: এএফপি

হংকংয়ে বোমা বানানোর চেষ্টার অভিযোগে স্কুলগামী ৬ কিশোরসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। খবর এএফপির।

পুলিশ আজ মঙ্গলবার বলেছে, গ্রেপ্তার লোকজনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। সবার বয়স ১৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তারা সবাই ‘রিটার্নিং ভ্যালিয়্যান্ট’ নামের একটি স্বাধীনতাকামী সংগঠনের সদস্য।

পুলিশ বলেছে, হামলা চালানোর উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক বানানোর কাঁচামাল, এয়ারগান, মুঠোফোন, বোমা স্থাপনের পদ্ধতি এবং শহর থেকে পালানোর উপায় বর্ণনা করা কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নগদ প্রায় সাড়ে ১১ হাজার ও কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৭৭ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়েছে।  

হংকং পুলিশের নিউ ন্যাশনাল সিকিউরিটি ইউনিটের সিনিয়র সুপারিনটেনডেন্ট স্টিভ লি বলেন, একটি হোস্টেলের ভেতরে ওই ৯ জন বিস্ফোরক বানানোর চেষ্টা করছিল। এটি ছিল খুবই শক্তিশালী একটি বিস্ফোরক। এটি ব্যবহার করে তারা টানেল, রেলওয়ে নেটওয়ার্ক এবং আদালতের মতো বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।

এর আগে গত এপ্রিলে এক কেজি বিস্ফোরক বানানোর অভিযোগে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে ১২ বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এ ছাড়া গত দুই বছরে বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। তবে এ সময়ে বড় কোনো হামলার ঘটনা ঘটেনি।

হংকংয়ে ২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাসের পর এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। এই আইনকে হংকংয়ের বিশেষ স্বায়ত্তশাসনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা।

চীনের দাবি, হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, বৈধ সরকার পতনে অন্তর্ঘাতমূলক কার্যক্রম, সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপ রুখতেই নতুন এই নিরাপত্তা আইন করা হয়েছে। আইনটি হংকংয়ের স্বায়ত্তশাসনের জন্য হুমকি নয়। তবে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের দাবি, এই আইন অঞ্চলটির রাজনৈতিক স্বাধীনতার টুঁটি চেপে ধরবে। হংকংবাসী দীর্ঘদিন ধরে যে স্বাধীনতা ও স্বায়ত্তশাসন ভোগ করছে, এ আইন তাকে খর্ব করবে।

১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চীনের শাসনে অন্তর্ভুক্ত হয় হংকং। তখন থেকে হংকং ‘এক দেশ, দুই নীতি’ পদ্ধতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে।