ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন বিখ্যাত লেখকেরা। এক হাজারের বেশি লেখক ইউক্রেনের নাগরিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। ইউক্রেনের নাগরিকেরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাকে ‘অন্ধকার সময়’ বলে আখ্যা দিয়েছেন তাঁরা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনীয়দের সঙ্গে যেসব লেখক একাত্মতা প্রকাশ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন নোবেলজয়ী ওরহান পামুক, ম্যান বুকার পুরস্কারজয়ী লেখক সালমান রুশদি ও মার্গারেট অ্যাটউড।
একাত্মতা প্রকাশ করে এই লেখকেরা ইউক্রেনীয় ও রুশদের উদ্দেশে একটি চিঠি দিয়েছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দাবি জানিয়ে লিখেছেন, ইউক্রেনে হামলা বন্ধ করতে হবে। লেখকদের এই কার্যক্রম সংগঠিত করেছে পেন ইন্টারন্যাশনাল।
চিঠিতে লেখা হয়েছে, ‘একতাবদ্ধ হয়ে অর্থহীন এই যুদ্ধের নিন্দা জানাচ্ছি আমরা।’ মস্কোর প্রভাব ছাড়া ইউক্রেনের নাগরিকেরা তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন সেই অধিকারকে উপেক্ষা করেছেন।
ইউক্রেনের নাগরিকদের উদ্দেশে লেখকদের চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের বেদনা বুঝতে পারি।’
চিঠিতে লেখা হয়েছে, লেখক, সাংবাদিক, শিল্পীরা দেশটির নাগরিকদের পাশে রয়েছেন।
এই চিঠিতে আরও স্বাক্ষর করেছেন ফিলিপাইনের সাংবাদিক ও নোবেল বিজয়ী লেখক মারিয়া রেসা, রাশিয়ার পত্রিকা নোভায়া গাজেতার এডিটর ইন চিফ দিমিত্রি মুরাতোভ। ইউক্রেনে হামলার ঘটনায় পুতিনের প্রতি নিন্দা জ্ঞাপন করে একটি ভিডিও প্রকাশ করেছেন মুরাতোভ।