ইতিমধ্যে এক টেলিগ্রাম পোস্টে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ হয়েছে, এর মধ্যে অন্তত ৫ জন শিশুও রয়েছে।
হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া আরও একটি যুদ্ধাপরাধ করেছে। গতকাল রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘বিশ্বের সব নেতৃত্বস্থানীয় দেশই ইতিমধ্যে ক্রামাতোরস্কে রুশ হামলার নিন্দা জানিয়েছে। এ ঘটনায় কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে আশা করছি আমরা।’
এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ার করেন জেলেনস্কি।
বিবিসি বলছে, ইউক্রেনের একেবারে পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর একটি ক্রামাতোরস্ক স্টেশন। শহরটির মেয়র আলেকসান্দের হনশারেঙ্কো বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। তখন স্টেশনটিতে অন্তত চার হাজার মানুষ ছিলেন।
তবে রেলস্টেশনে হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রেলস্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ‘উসকানিমূলক’ ও ‘সম্পূর্ণ অসত্য’।