ইউক্রেনের সেনাদের সুইচ ব্লেড ড্রোন চালানো শেখাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি
এএফপি ফাইল ছবি

ইউক্রেনের সেনাবাহিনীকে সুইচ ব্লেড ড্রোন পরিচালনা শেখাচ্ছে যুক্তরাষ্ট্র। এটি বিশেষ একধরনের ড্রোন। পেন্টাগনের এক কর্মকর্তা স্থানীয় সময় গতকাল বুধবার বলেছেন, ওয়াশিংটন এ ধরনের ড্রোনগুলো কিয়েভে সরবরাহ করছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনের অল্প কিছু সেনাসদস্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। রাশিয়া ইউক্রেনে হামলার চালানোর আগে থেকেই এই সেনারা যুক্তরাষ্ট্রে আছেন।

কিরবি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ইউক্রেনের সেনাদের থাকার সুযোগটাই তাঁরা নিয়েছেন। এই সেনাদের যুক্তরাষ্ট্র সুইচ ব্লেড ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে, যাতে তাঁরা দেশে ফিরে ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে পারেন।

আরও পড়ুন

কিরবি বলেন, রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে ১০০টি ড্রোন পাঠানো হয়েছে। এগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে বিস্ফোরিত হয়। কিরবি আরও বলেন, ১২ জনেরও কম ইউক্রেনীয় সেনাকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা এ সপ্তাহের শুরুতে সেখানে পৌঁছেছেন।

গত ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, সুইচ ব্লেডসহ বেশ কিছু অস্ত্র ওয়াশিংটন ইউক্রেনে পাঠাবে।

স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে ১০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিরবি বলেন, রাশিয়ার সেনাবাহিনী কিয়েভ থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করেছে। তারা উত্তরে চেরনিগিভের দিকে এগোচ্ছে।

মস্কো আভাস দিয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে তারা যুদ্ধ জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। কিরবি বলেন, পেন্টাগন দনবাস এলাকায় সেনাবাহিনীর জোরালো উপস্থিতি দেখেনি।