ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে
ছবি: বিবিসির সৌজন্যে

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পঞ্চম দিন আজ সোমবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ভোরের আলো ফুটেছে বিমান হামলার সতর্কসংকেতের মধ্য দিয়ে। বোমার আঘাত থেকে বাঁচতে শহরের অনেক বাসিন্দা এখনো মাটির নিচে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। গতকাল রোববার রাতভর কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে।

ইউক্রেন দাবি করেছে, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনাদের বেশ কয়েকটি হামলা প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা। স্থানীয় সময় আজ ভোরে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরস্কি এক বিবৃতিতে বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি, অনাকাঙ্ক্ষিত অতিথি থেকে আমরা আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দিতে পারি।’

এদিকে গতকাল দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, চেরনিহিভ এলাকায় একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর পরপরই ভবনটিতে আগুন ধরে যায়।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।

ইউক্রেনে পঞ্চম দিনের মতো রুশ হামলা অব্যাহত রয়েছে। তবে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রতিরোধের মুখে পড়ছেন। কয়েকটি শহরে পথে পথে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

গতকাল রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকলেও তাদের প্রতিহত করার কথা জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। রাজধানী কিয়েভকেও রুশ সেনামুক্ত করার ঘোষণা দিয়েছে তারা।

যুদ্ধে ৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। রুশ সেনাদের হতাহতের কথা স্বীকার করলেও এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।