ইউক্রেনের পূর্বাঞ্চলে সেভেরোদোনেৎস্ক শহরে যুক্তরাজ্যের সাবেক এক সেনা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ইউক্রেনের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা নিহত ওই ব্রিটিশ সেনাকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। খবর রয়টার্সের।

নিহত ওই সেনার নাম জর্ডান গেটলি। তাঁর পরিবার বলছে, গত মার্চে ব্রিটিশ সেনাবাহিনী ছাড়েন জর্ডান গেটলি। এরপর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে যান তিনি। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত শুক্রবার তারা জর্ডানের মৃত্যুর খবর পায়। সেভেরোদোনেস্কে শহরে গুলি করে তাঁকে হত্যা করা হয়।

ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে কিয়েভে থেকে পিছু হটে এখন দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অঞ্চলটিতে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। সাম্প্রতিক সময়ে দনবাসে দুই পক্ষের সেনাদের তুমুল লড়াই চলছে। সেখানে রুশ বাহিনী ও ইউক্রেনীয় সেনাদের লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে সেভেরোদোনেস্ক।

জর্ডানের পরিবার ফেসবুক পোস্টে বলেছে, ‘সে কাজ ভালোবাসত। আমরা তাঁকে নিয়ে গর্বিত। সে ছিল সত্যিকারের নায়ক। আজীবন তাঁকে মনে রাখব আমরা।’

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলাক জর্ডানকে বলেন, নিজের বিশ্বাস রক্ষায় লড়াই করতে এত দূর আসতে সত্যিকার সাহস প্রয়োজন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিহত একজন ব্রিটিশ নাগরিকের (জর্ডান গেটলি) পরিবারকে সহায়তা দিয়ে যাব আমরা।’

এ নিয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত অনুরোধ জানিয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক মন্ত্রণালয়ের কোনো সাড়া পাওয়া যায়নি।