হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
ছবি: রয়টার্স

রাশিয়া কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা করতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই কথা বলেছেন। তবে এখনো পর্যন্ত সমস্যা সমাধানে কূটনৈতিক পথ খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের টেলিভিশন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক সুলিভান এই কথা বলেন। তিনি বলেন, যেকোনো দিন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে, সংকট সমাধানে রাশিয়া এখনো কূটনৈতিক পথ বেছে নিতে পারে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ নাগাদ আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে দেশটি।

ওই কর্মকর্তারা সতর্ক করে বলেছেন ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। তাঁরা আরও আভাস দিয়েছেন, হামলা হলে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ। আর তাতে ইউরোপে শরণার্থী সংকট হবে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করা নিয়ে উত্তেজনা হওয়ার প্রায় আট বছর পর সম্প্রতি নতুন এ উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমা বিশ্বের দাবি, ইউক্রেনে হামলার উদ্দেশ্যে দেশটির সীমান্তের কাছে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া বলেছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই। মহড়া চালানোর জন্যই সেনা সমাবেশ করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে।