ইউক্রেনে রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহতের দাবি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন শহরের কাছে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহত ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান্তসেভ। তিনি রাশিয়ার ৪৯তম সমন্বিত সেনাবাহিনীর কমান্ডার ছিলেন।
ইয়াকভ রেজান্তসেভকে নিয়ে ইউক্রেন যুদ্ধে মোট সাতজন রুশ জেনারেল নিহত হলেন বলে জানিয়েছেন পশ্চিমা এক কর্মকর্তা। একই সঙ্গে ইউক্রেনে নিহত হওয়া দ্বিতীয় রুশ লেফটেন্যান্ট জেনারেল তিনি। রাশিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদ এটি। তবে মস্কোর পক্ষ থেকে মাত্র একজন জেনারেলের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের একটি গণমাধ্যম গতকাল শুক্রবারই ইয়াকভ রেজান্তসেভের মৃত্যুর খবর সামনে আনে। তাদের খবরে বলা হয়, খেরসনের কাছে চোরনোবাইভকা বিমানঘাঁটিতে এক হামলায় নিহত হন এই সেনা কর্মকর্তা। ঘাঁটিটি সেনাবাহিনীর কমান্ড পোস্ট হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সেখানে রুশ সেনাদের ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছেন ইউক্রেনের সেনারা।
ইউক্রেনে রাশিয়ার দখল করা প্রথম শহর খেরসন। এর আগে চোরনোবাইভকা বিমানঘাঁটিতেই লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ নামের রাশিয়ার আরেক সেনা কর্মকর্তা নিহত হন।
এদিকে গতকাল রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে চলমান যুদ্ধে ১ হাজার ৩৫১ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৮২৫ জন।