ইউক্রেন টার্নিং পয়েন্টে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ এখন টার্নিং পয়েন্টে রয়েছে। হামলা কমিয়ে দেওয়ার যে দাবি রাশিয়া করেছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, এটা ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস দখলের জন্য রাশিয়ার নতুন একটি কৌশল। খবর বিবিসির।

আরও পড়ুন

টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘আমাদের সমর্থনকারী দেশগুলোর তৎপরতার কারণে কিয়েভ থেকে রাশিয়া তথাকথিত সেনা প্রত্যাহারের দাবি করেছে।’ তিনি রাশিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা কাউকে বিশ্বাস করি না। কোনো সুন্দর কথায় আমাদের বিশ্বাস নেই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুবই গুরুত্ববহ। আমরা কোনো কিছুই কাউকে দেব না।’

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কেবল কথার কথা। এর কোনো কার্যকারিতা নেই। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিমান, গোলাসহ অন্যান্য অস্ত্র নেওয়ার অধিকার রয়েছে ইউক্রেনের। তিনি বলেন, স্বৈরশাসকের পাশাপাশি স্বাধীনতাকে সশস্ত্র হতে হবে।