ইউক্রেন বিষয়ে মস্কো ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যাচ্ছে: পেসকভ

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মস্কো ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ শনিবার এ তথ্য জানান বলে দেশটির বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়।

এক সংবাদ সম্মেলনে ইউক্রেন বিষয়ে এবং আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন, জানতে চাইলে পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা বিভিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের দোনবাস অঞ্চলের লোকজনকে সুরক্ষায় বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন। তিনি বলেন, সেখানকার লোকজন আট বছর ধরে কিয়েভ সরকারের বঞ্চনা ও গণহত্যার শিকার। তবে ইউক্রেনের অঞ্চলগুলো দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলে জানান দেশটির নেতা।

এর আগের দিন ইউক্রেনের দোনবাস অঞ্চলের প্রধান তাঁদের রক্ষা করতে পুতিনকে আহ্বান জানিয়েছিলেন।

অভিযান পরিস্থিতির অগ্রগতি জানাতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও আশ্বস্ত করে যে রাশিয়ার বাহিনী ইউক্রেনের শহরগুলোকে টার্গেট করছে না। শুধু সেনা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকছে। পাশাপাশি ইউক্রেনের সেনা স্থাপনাকে অকার্যকর করে দেওয়া হচ্ছে। সাধারণ জনগণের জন্য কোনো ধরনের হুমকি নেই।