ইউক্রেনে রাশিয়া যে হামলা শুরু করেছে, তাতে অংশ না নিতে বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। আজ বৃহস্পতিবার তিনি এই আহ্বান জানান। খবর বিবিসির।
আজই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, প্রয়োজনে ইউক্রেনে রুশ অভিযানে তাঁর দেশের সেনারাও অংশ নেবেন। তাঁর এই বক্তব্যের পরই ইইউর প্রধান এমন আহ্বান জানালেন।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর জোট ন্যাটোর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন চার্লস মাইকেল। সেখানে তিনি বলেন, রাশিয়া যে ধ্বংসাত্মক পদক্ষেপ নিচ্ছে, সেই পথ বেছে নেওয়া ঠিক হবে না। বেলারুশের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার প্রতিবেশী দেশ ইউক্রেনের বিরুদ্ধে যে অহেতুক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই পথ আপনার বেছে নেওয়া উচিত হবে না।’
যদিও লুকাশেঙ্কো বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে ফোন করেছিলেন। ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন। তবে তিনি এ–ও বলেছেন, তাঁর দেশের সেনারা এখনো এই অভিযানে অংশ নেননি।
এদিকে ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রাশিয়ার বিরুদ্ধে কী কী নিষেধাজ্ঞা আরোপ করা হবে, তা নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি–৭–এর মন্ত্রীরাও আজ বৈঠকে বসবেন। বিবিসির রাত আটটার দিকের এক খবরে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।