আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পূর্বঘোষণা অনুসারে, ৩১ আগস্ট আফগানিস্তান ত্যাগ করবে যুক্তরাষ্ট্রের সেনারা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর নেতারা আগামীকাল মঙ্গলবার জরুরি বৈঠকে বসবেন। বরিস জনসন এ বৈঠকে বিষয়টি উত্থাপন করবেন এবং সেনা প্রত্যাহার এখনই না করতে বাইডেনকে আহ্বান জানাবেন। জি-৭-এর এই নেতাদের বৈঠক হবে ভার্চ্যুয়ালি। বর্তমানে এ জোটের সভাপতিত্ব করছে যুক্তরাজ্য। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর থেকে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। এ ছাড়া বিদেশি নাগরিকদেরও সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র আগেই বলেছে, তারা এ মাসের শেষে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে।
সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে আবারও আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াতে আলোচনা হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করছি, আমাদের সময়সীমা বাড়াতে হবে না।’
বাইডেন বলেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও মার্কিন সেনারা কাজের পরিধি বাড়িয়েছে। কাবুল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তালেবানও এ কাজে সহযোগিতা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখে সেনা প্রত্যাহারের কথা বললেও অন্যরা এ কথা বলছে না। যুক্তরাজ্য বলেছে, তাদের সেনা প্রত্যাহারের নির্ধারিত কোনো তারিখ নেই। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, তাঁরা আশঙ্কা করছেন, মার্কিন সেনারা কাবুলে না থাকলে ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে।