কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

ইউক্রেনের রাস্তায় ভারী অস্ত্রে সজ্জিত রুশ সেনারা
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের বোরোদিয়াঙ্কা শহরের একটি হাসপাতাল দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। হাসপাতালটিতে আটকা পড়েছেন প্রায় ৬৭০ জন রোগী। খবর আল-জাজিরার

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবার বরাতে হাসপাতাল দখলের বিষয়টি জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যম হ্রোমাদস্কি। গভর্নর বলেন, ‘আজ আমরা বুঝতে পারছি না কীভাবে (হাসপাতালে) আটকে পড়া লোকজনকে বের করব, কীভাবে তাদের সাহায্য করব। হাসপাতালে পানি ও ওষুধ শেষ হয়ে আসছে।’

মানসিক হাসপাতালটিতে আটকে পড়া রোগীদের অনেকেই বছরের পর বছর ধরে শয্যাশায়ী আছেন উল্লেখ করে ওলেক্সি কুলেবা বলেন, হাসপাতালটিতে মাইন পুঁতে রাখার আশঙ্কাও রয়েছে।

মস্কোয় বেনেত-পুতিন বৈঠক

চলমান সংকটের মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। শনিবার শীর্ষ দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা আলোচনা করেন। বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়েছিল বলে উল্লেখ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, পুতিনের সঙ্গে বৈঠকের পর জার্মানির বার্লিনে যাচ্ছেন নাফতালি বেনেত। সেখানে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে দেখা করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর দেশটির সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি চাপে আছে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।